হাসির অন্তরালে লুকিয়ে আছে জিবনের অনেক গল্প,
দূখের ইতিহাস অনেক বেশী সুখের কথা-ই অল্প।
দূঃখেও হাসি, কষ্টেও হাসি অভাবে আর হাসবো কত?
জীর্ণ হীন জীবন অবস্থায় হোচট খাচ্ছি শত শত।
জমিয়ে রেখেছি বুকের ভিতর কষ্ট শাড়ী শাড়ী,
কষ্ট এখন আপন মনে হয়, সুখ যেন করেছে আড়ি।
মেঘের পরে রোদ হেসে এসে দিয়ে যায় যেমন আলো,
দূখের পরে আসবে যে সুখ সব হয়ে যাবে ভালো।