নিজেকে নিয়েই বড়াই করি আমিই তো  সবার বড়
কর্ম আমার সবই ঠিকঠাক তোমরাই যত ভুল কর।
চিন্তা, বুদ্ধি-বিবেক সবই বেশী আমার কেন আমার সাথে লড়ো ?
হয়ে যাবে মহান আরো সুমহান আমার বুদ্ধিই ধর।
যত নিন্দা করো আমায় নিয়ে হিংসা কর আমায় আরো
অহংকারের চোরাবালিতে গড়ছি যে প্রাচীর ভাংতে পারবে না এতই দৃঢ়।
অন্যের উপদেশ তুচ্ছ আমার কাছে, আমার আদেশেই গড়
বুঝলেও ভুল-ভাল মানতে হবে তোমার নইলে এখান থেকে সরো।