পথ ধরে আমি হাটছি একা দাড়িয়ে ভাবছি কি ?
দালান কোঠায় ঘুমিয়ে আছে নাকে দিয়ে ঘি।
ফুটপাথের উপর ঘুমিয়ে আছি নাই যে ছাদের ঝাঁপ
কখন কোন দুর্ঘটনা ঘটে যানবাহন দিবে চাপ।
ভালোবাসার প্রাণের শহর করে দিচ্ছি  অপরিষ্কার
অভাবী ঘরে জন্ম আমার তাইতো পাচ্ছি পুরস্কার।
জাতির বোঝা আমরা টোকাই পাইনা দুবেলা আহার
তোমাদের আছে সারি সারি, কাড়ি কাড়ি  খাদ্যের বাহার।
মানুষ আমি, পশু নই  নিয়ত ভাগ্যের হাতে মরি
ভালোবাসি আমার প্রাণের শহর তবুও নোংরা করি।