ছেলেকে নিয়ে স্বপ্ন দেখি জানিনা কি যে হবে,
স্বপ্ন যে কবে পূরণ হবে সে তো জন্মাল সবে।
বানাবো তাকে মষ্ট বড় সবাই নিবে তার নাম,
জ্ঞানী-গুনি, মহৎ-মনিশীর মাঝেও পাবে গো দাম।
শিক্ষার জন্য স্কুলে পাঠাবো, বই পড়ে হবে জ্ঞাণী,
পড়ালেখা করে বড় হওয়া যায় নইলে হবে মুনি।
স্বপ্ন দেখেছি অনেক বড় করবো তাকে পালন,
পূরন করার জন্য প্রয়োজন সঠিক চর্চা ও লালন।
স্কুলে ভর্তি দিলেই কি সন্তান মানুষ হয়ে যায়,
স্কুল সমাপ্ত করে অনেকেই কপাল করে হায় হায়।
সন্তান করতে সঠিক মানুষ পিতার আদর্শ বড়,
স্কুল কলেজের কথা পড়ে নিজের আদর্শ গড়।
ঘরের আদর্শ আগে শিখে স্কুল শিখায় পড়ে,
ঘরের আদর্শ খারাপ হলে সন্তানেরা সব মরে।
বানাতে চাইলে নিজের সন্তানকে মনিশী বা মহৎ,
সবার আগে ঘর সামলাও বাবা হয়ে যাও সৎ।
বাবা যদি সৎ হয় ও বিবকেবান হয় যদি তবে,
সন্তান তোমার শিক্ষিত ও মানুষ অবশ্যই হবে ।