নজরকাড়া রূপ নিয়ে,
হে সীমান্ত !
কার প্রতীক্ষায়,
চেয়ে থাকো দূর নীল গগনে?
মনের মাধুরী দিয়ে,
শ্যামল বনান্ত,
শীতল স্নিগ্ধতায়,
ভরে দিতে বসে রও মগনে ।

জীবন উপান্তে এসে,
মনে হয়,
সেই ভালো,
কাছে এসে দূরে দূরে থাকা,
নিজেকে না ভালোবেসে,
ঠিক নয়,
কালো কালো,
রাতগুলো মিছিমিছি শঙ্কা ভয়ে রাখা।

দৃষ্টির আড়ালে থেকে,
সৃষ্টি দেখা,
দূর দিগন্তে,
নতুন করে বিশৃঙ্খলা ডেকে এনে,
হয়তো কাব্য লেখে,
সীমান্ত রেখা,
নব বসন্তে,
ভরে যাবে জ্ঞানী গুণী জনে ।

প্রতিবিম্ব তৈরী করে
বৈরিতার জন্য,
মনে অবিরল,
চাঁদের আলো বেড়ার এপার ওপারে,
অঝোরে বাদল ঝরে,
প্রকৃতি অনন্য,
স্নিগ্ধ শীতল,
মায়াময় যবনিকাপাতে জিতেও আবার হারে।

অলিন্দে করুণ সুর,
মুহুর্মুহু বাজে,
চেতনে অবচেতনে,
শুনি তার বজ্র নির্ঘোষ হুহুঙ্কার,
বাদকের নিকট মধুর,
কাজে অকাজে,
কুকাজের কেতনে,
হাসে পাথুরে হাসি ভাবে ঝঙ্কার।
**************************"***