শাওন ঘণায়ে এল,
মন কারো পেল কি!
প্লাবন বনায়ে গেল, মান তার গেল কি ?
শাওন ঘণায়ে এল।।
ভাঙিল মনের দ্বার,
মাঠে ঘাটে বন্যা,
মিছিলে জন জোয়ার,
মন করে ধন্যা ।
হৃদয়ের শতদলে
অথবা সে পরিমলে,
অলিদলে গুঞ্জনি' মধু তার খেল কি?
শাওন ঘণায়ে এল।
কুন্দ কুসুমরাজি,
জানে তার ভোজবাজি,
নবরূপে রহে সাজি'
চঞ্চল চিতবনে অঞ্চলে পেল কি !
শাওন ঘণায়ে এল।।
থই থই নদী জলে,
শবদেহ ভেসে চলে,
বিহগ বিহগী সবে
তরুশাখে নীরবে,
আলস্যে বসিয়া রহ আর ডানা মেল কি !
শাওন ঘণায়ে এল।।