আমার চরণ চিহ্ন বক্ষে ধরি'
আজও সেথা রহিয়াছ পড়ি' ,
শ্রেণীকক্ষের শেষ সারি; স্মরি,
তোমার অকপট ভালবাসার ঘড়ি।
স্মৃতিরা যে অসুখী কত ; জান না তা'
হে মহামহিম শেষ সারি,
আমার বক্ষের ক্ষত ; মানে না যা,
কহিত তারা গড্ডালিকা বারি।
দুষ্টামি ছিল প্রাণে ;
ছিল না কোন নষ্টামির চিহ্ন,
কসুর ছিল না শাস্তি দানে ;
উপায় হয় তো ছিল ভিন্ন।
প্রথম সারির জন অবহেলে ;
রহিত চাহি' করুণার সকরুণ নয়নে,
চাবুক সংগ্রহ সুযোগ পেলে;
ছিল তারা অতি সজাগ; চাবুক চয়নে।
তারা আজি মিত্র রূপে ;
বাহুডোরে লইতেছে ধরি' ,
শ্রেণী শিক্ষকের মুখে,
শংসা বাণী পড়িতেছে ঝরি' ।
সকলই তোমার ইচ্ছা ;
তোমারই তো করুণার খেলা,
শেষ সারির শেষ কেচ্ছা,
আজো ভাসে মনে তারই ভেলা।
অসংযত কথামালা শিখিয়াছি যবে,
তিরস্কারে দানিতে পুরস্কার,
তোমার ছত্রছায়ে শিখিয়াছি রহিতে নীরবে,
গড়িয়াছি নিজ হাতে সেই অধিকার।
হে মোর নিত্যসাথী চিরজীবনের মিত্র হয়ে,
আমার এ দেহ মন পরাণের অন্ত:স্থলে রয়ে
লহ মিত্র প্রণতি আমার,
সুখী হও ভালো থেকো পরিপূর্ণ কর হে খামার।