তোমার সৃষ্টির পথ কন্টকমুক্ত করি'
চলে যেতে বলেছ আমায়,
তোমার আদেশপত্র নতশিরে বরি'
পড়ে রই অন্তিম শয্যায়।
নিত্য নতুন সৃষ্টি সুখের উল্লাস বেয়ে
ঝরে পড়ে বিশ্ব চরাচরে,
চোখের অন্তিম দৃষ্টি হৃদয় আকাশ ছেয়ে,
অনুভব করি হে অন্তরে ।
মেঘমুক্ত নীল থেকে বজ্রের নির্ঘোষ ধ্বণি,
ধেয়ে আসে উন্মুক্ত প্রান্তরে,
ধরণীর জলধিনীরে পড়ে তার নয়নমণি,
জলোচ্ছাসের কলরোল ধরে।
শুনি কার পদধ্বণি চপল চরণে ওঠে
মেদিনীর শিরা উপশিরায়,
আমার সুষুম্নাকাণ্ড চকিতে জাগিয়া উঠে,
বনানীর পত্রপুঞ্জে হিন্দোলে ঘুরায়।
তারে লেখা শেষ চিঠি ডাকে দিয়ে বলি,
ভালো থেকো, সুখে থেকো,
বিদায়ের সময় হল প্রিয়া তবে এবে আমি চলি
আঁখি নীর নীল সাগরেই ঢেকো।
L