প্রেম এসেছিল
অসময়ে শুনি ওই কোকিলের গান ;
বসন্ত চলে গেছে কতদিন হ'ল ,
আগল বিনে আমার শুকনো উঠান ;
বৃষ্টির ধারাপাতে এই সবে ম'ল ।
পড়ে আছে কৃষিকাজ চারাবীজ পোঁতা;
দশহরা শুভ দিনে ধরেছি লাঙল,
জৈষ্ঠ্যের মহাতেজে আমি যেন হোতা ;
কালবৈশাখী আনুক ঘন কালো বাদল ।
এসেছিল নীরবে দেহে মনে মোর ;
তুষের আগুনসম ছেঁকা ছেঁকা ঘায়,
অনুভবে দেখেছিলাম সেতো বড় জোর;
উদ্দাম নক্ষত্রদেশে আলো দিয়ে যায় ।
বুঝিনি তার ভালবাসা রুক্ষ হৃদয়ে ;
তুষার ঝড়ের মত দমকা হাওয়ায়,
জামানত জব্দ করে অল্প সঞ্চয়ে ;
মন আমার বারবার সেই দিকে ধায় ।
দু:খ কষ্ট ব্যাধি জরাজীর্ণ ক্লেশ ;
চাপা পড়ে মাটিতে ফলার আঘাতে,
প্রেম আসে ; করে সালোক সংশ্লেষ ;
আশা আর আকাঙ্ক্ষার হালের ফলাতে।