ওরা সব রয় যে নীরব কলরবের অন্তরালে,
ওদের ওই নীরবতা বনলতার পাতায় ডালে।
ওরা সব কেউ কৌরব কেউ বা আবার পাণ্ডবেয়,
ওদের ওই ঠাঁই ঠাঁই ভাব ছিন্ন করে মুণ্ড দেহ।
ওরা সব কালভৈরব, মহাকালের মহাকালী,
ওদের ওই কাজগুলো সব ধ্বংস করা ছিন্নমূলী।
ওরা সব ইচ্ছে করে নির্বিচারে দেয় যে ফাঁকি,
ওদের ওই ফাঁকফোকরে ইচ্ছে করে সত্য ঢাকি।
ওরা সব বাসব কেশব যে সব তাদের আছে মাথায়,
ওদের ওই ভাবনাগুলো জাবনাগুলোয় সবে হাতায়।
ওরা সব বিশ শতকের খানকতকের পকেট ভরায়,
ওদের ওই কাজগুলো সব সরব হয়ে লোককে ডরায় ।
ওরা সব পাগল ছাগল আগল খুলে পালায় ছুটে,
ওদের ওই আসা যাওয়া নাওয়া খাওয়া খালি লুটে ।
ওরা সব প্রগলভতার কনকলতার রক্তবীজ যে,
ওদের ওই ফাঁকা বুলি চোখে ঠুলি পরায় দ্বিজে।
ওরা সব সেই সুযোগে উপযোগে আখের গোছায়,
ওদের ওই সফলতা শ্যামলতার নয়ন বোজায়।
*******************************************