চালশে ধরা ইলশেগুঁড়ির নাচ,
চশমার অস্বচ্ছ কাঁচ,
এই তো গান গায় জীবনে,
ঘুণ ধরা বাঁশ মেঘলা আকাশ
ছত্রাকের স্বর্গরাজ্য সোঁদা মাটির বনে।
আকাশটা হয়েছিল ফাঁকা,
একটুকরো রূপালী চাঁদ বাঁকা ,
মনে মনে দিয়েছিল উঁকি,
পাখিদের কলতান
জীবনের জয়গান
নিয়েছিল কত শত ঝুঁকি।
গ্যালাক্সিতে আকাশ-গঙ্গা,
কখনও শান্ত , কখনও রণরঙ্গা,
তার মাঝে এক তাল মাটি,
সবুজ রঙের বন
সাগরের নীলিমন,
চাঁদ থেকে দেখি এক নীল বাটি।
মনখারাপীর কথা,
বুক ভাঙা চিনচিনে ব্যথা,
মনে পড়ে ভুলে যাওয়া গান,
এমনই আঁধার ছিল সেদিন
রঙীন আকাশ ছিল মলিন,
বেঁচে থাকার নাম হল প্রাণ।
বরষায় বসন্তসখা,
কাক বড়ই একচোখা,
ভুলে যায় আপন সন্তান,
আপন আত্মজ ভেবে,
কাকে ছেড়ে কাকে নেবে,
দ্বিধা দ্বন্দ্বের করে অবসান।
ছিল না যখন মানব,
ছিল না কো কলরব,
শ্যাওলায় ঢাকা ছিল ধরা,
বিবর্তনের হাত ধরে,
সেই গান মনে পড়ে,
মন্দোদরী অহল্যা দ্রৌপদী কুন্তী তারা।