সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
ধানসিঁড়ি বেয়ে ওঠে কাকাবাবু সন্ত,
সনাতন পাঠকের রাজ দরবারে,
বয়স সাতাশ তার হয় নাকো অন্ত,
ছেড়ে দিয়ে সব কাজ নিজ দরকারে।
নীললোহিত না নীল না এক লোহিত,
মনে হয় নীলটাই পছন্দ অধিক,
উপাধ্যায়ে তাই নীল বহেনি শোণিত,
একাধারে গল্পকার কবি সাহিত্যিক।
হঠাৎ নীরার জন্য দরদিয়া মন,
প্রথম আলোয় ভাসে পূরব পশ্চিম,
সেই সময় ঘণায় অর্ধেক জীবন,
অরণ্যের দিনরাত্রি স্বপ্ন লজ্জাহীন।
দুই নারী অমৃতের পুত্রকন্যা সম,
আজও চমৎকার এখনো সক্ষম।