নিরজনে মধুবনে কে তুমি কামিনী ?
ভ্রমিতেছ আনমনে অচপল চরণে ,
উদাসীন উচাটন বিরহিনী কোন মনে,
পদে গতি নাহি তব কে গো গজগামিনী ।
করিতেছ কার ধ্যান চিন্তনে মনণে,
অকারণে ভ্রমিতেছ কার অনুরণনে,
তমালিকা চঞ্চলা মঞ্জুকেশিনী,
অবচেত চিত প্রীত যোগিনী দামিনী,
অহরহ কহে কথা মেঘাগমপ্রিয়া,
ঈঙ্গিতে তমালিনী হেরে তব হিয়া,
পুন:পুন: আহবান কহিছে তোমারে,
কুলবধূ শুধু শুধু চলে অভিসারে,
ত্যজিয়া সকল সাজ,কূলমান লোকলাজ,
চলে প্রিয়া হিয়া দিয়া কানু-অনুগামিনী।
যমুনাপুলিনে হেরি নদীজলে কল্লোলে,
কাঁপিতেছে উদ্দামে তব হিয়া হিল্লোলে,
ময়ূর ময়ূরী কত নাচিতেছে অবিরত,
ভামিনী গোপিনীবালা কালাপ্রেমে অনুব্রত,
যাও গৃহে ফিরি ত্বরা আগত যামিনী।
দেব দেবর বর ললিতলবঙ্গে,
যোনী নাভীমূল কমলিত অঙ্গে,
নীল নব ঘন শ্যামল সঙ্গে,
আলাপনে নিয়ত তটিনী তরঙ্গে,
যেমত যোগিনী বালা শ্যাম অনুরাগিনী ।