জঙ্ ধরা ওই বিষদাঁত কি পঁচিয়ে দিতে পারো !
জানি তোমার ভালো করার সাধ্য আছে বেশ,
লেপ্টে থাকা কাদা বালি ছুঁড়তে মুখে আরো ,
ঝমঝমিয়ে বৃষ্টি নামাও বলছে আমার দেশ ।
ইচ্ছে করে পুঁজিবাদের গলায় গামছা দিতে ;
যখন দেখি ধানের ক্ষেতে বইছে বাদল হাওয়া,
কোমর বেঁধে ঝগড়া করি চাষের দাদন নিতে ;
ইচ্ছে করেই তুমি তখন এক নিমেষে হাওয়া ।
জন্ম নিয়ে বিপ্লবেরা মিছিল করে হাঁটে ;
গায়ে তাদের গুয়েভারার রঙীন টি-শার্ট ,
শরীর থেকে বিয়ার ঝরে কার্বাইনের বাঁটে ;
জেগে ওঠে রাষ্ট্রদানব পুঁজিবাদের ঠাট ।
বৃষ্টিসোনা ! কাঁদতে পারো ! আর্তনাদের মত!
জানি তোমার অসীম ক্ষমা করুণা ধারায় ঝরে,
তুমিই পারো মুছে ফেলতে মিলেনিয়ামের ক্ষত ;
বিপ্লবীরাই বীরের মত আসতে যেতে মরে ।