কাজল দীঘির জলে জলাঞ্জলী কারে দিলে
বুকভরা অভিমান নিয়ে,
সোনালী স্বপনগুলি সকল যাতনা ভুলি'
বিরহবিধুর প্রেম দিয়ে ।
জীবন আলেখ যার সুশোভিত তনিমার
স্বপ্ন ভাঙা বেদনার মূর্তি,
কেন তারে বারেবারে তামসিক এ' আঁধারে
ডাক দিয়ে মনে আনে স্ফূর্তি।
কৃষ্ণচূড়া দীঘিপাড়ে সবার চোখের আড়ে
সব দেখে শুনেও নীরবে,
ফুলে ফুলে ঢাকে দেহে শ্যাম লাল সমারোহে
দোষ তার দেখে কে বা কবে !
তোমার আঁখির বাণী নীরবে নিরখি আমি
কাঁখের ঐ কলস কূজনে,
দু'জনার দু'টি মন কত আদরের ধন
পাশাপাশি থাকিলে দু'জনে।
অন্তরের এ' জালিকা সত্বোরজো তমালিকা
অনাদৃতা সূতনুকা সম,
অভিমানী দেবদিন্ন হৃদয় করিয়া ছিন্ন
অন্যথায় পার যদি ক্ষম।