জীবনের বেলা-নিশীথ যাপন
অভিন্নতার সেই একই দৃশ্যপট ।
কি নেই তাতে, হরেক রঙের
আল্পনায় হৃদয় হরণ ,
অমৃত সুধা মাখানো সৌরভে নবান্ন উৎসব ।
লুকোচুরির অবাধ্য নীলিমায় ছুঁয়ে দেওয়া
কিশোর-কিশোরীর দূরন্তপনা।
আনন্দ আর বৈচিত্রময় ভাবনায়
বেড়ে উঠার সাতকাহন।
অকৃত্রিম ভালোবাসার সুগভীর
দর্শন প্রকৃতি আহা-শৈশব,
হৃদয়ের লালনে এখনো কত স্বচ্ছ-দীপ্তময়?
কৃপণতা নেই স্মৃতির আমন্ত্রণ রীতির
অসাধারণ বরফ-পানি খেলার আকাংখা ।
ছুটে চলা অদম্য ফুটবল সৈনিকের অবাধ্যতা
চৈত্রের তপ্ত দুপুরে নির্ঘুম ডাহুকের ডাক,
আজও রোমাঞ্চিত হই শৈশব হারানো আত্নকথনে।