জীবনের ক্ষয়ে যাওয়া পথে
হঠাৎ তুমি এলে ।
পুনঃতাড়িত হলো
জীবনের গতি ।
আহরিত পঙ্কতি গুলো
সপ্ত রঙ্গে মিশে গেল ।
অবিশ্বাস্য হলেও সত্যি
তোমায় বন্দনা,স্বীয় ভালবাসার
আত্নখচিত অলিক বাসনা ।
তোমার অবয়ব
আর চোখে ভাসবেনা
তুমি অচিরেই
অন্যত্র চলে যাবে ।
আমি অধির হয়ে
তোমার সমসাময়িক
স্মৃতিকে রোমন্থন করি।
তুমি নেই তাই
হৃদয় আঙ্গিনায়
ঊষার পাখিরা আর
গান করে না ।
আনন্দহীন নষ্ট সময়ের
স্তব্ধ প্রতীক্ষা আমার ।