নারী তুমি অপরূপা
তোমার সৌন্দর্যে , আর
সৃষ্টির নতুনত্বে ।
জুড়ি নেই তোমার
নতুন শিল্প কর্মে ।
সময়ের ব্যাবধানে
আহরণ করেছ,
পর পর পৌরুষত্বের
আকর্ষণের নিগুর তত্ত্ব ।
পেছনে ফেলে গেছ
পুরাতন স্মৃতির মরিচীকা ।
অনাকাংখিত সময়ে
নিজেকে দিয়েছ সঁপে ।
জীবনের যত দক্ষতা সব
তুমি একাই নিয়েছ লুটে ।
তুমি তোমার অধর জমিনে
বপন করেছ যৌবনের রঙ ।
কাল না সাদা দেখনি চেয়ে
এসেছে নতুন অহংকার ।
দাম্ভিক সমাজ ভেঙ্গে দিয়েছে
তোমার কষ্টার্জিত ফসলের বান ।
বিশ্বাস ঘাতকতা করেছে পৌরুষত্ব
তুমি হতে পারনি পরিতৃপ্ত ।
মনের অনলে পুড়ে পুড়ে
দেহের স্বপ্ন দিয়েছ
নতুন নতুন শকূনের কল্যাণে ।
তবুও তুমি রেখেছ চিহ্ন
এহেন ধরা করেছ পূর্ণ ।
নারী তুমি অপারুপা
তোমার সৌন্দর্যে আর সৃষ্টির কর্মে ।