বিত্ত বৈভবে অশান্ত মন
স্বস্তি পায় না আজীবন।
সময়ের সংলাপে হারিয়ে যায় দিন
অর্থ আর থাকে না থাকে অনেক ঋণ।
উদিত সূর্যের কঠিন উত্তাপে
শাস্তি হয় জীবনের কোন পাপে?
যৌবন বিধ্বস্ত
শূন্য মস্তিস্ক
শরীর নাপাক
মনুষ্যত্ব অভিযুক্ত ।
ক্লান্ত চরণ অভিসিক্ত মন
ক্ষুদ্র ভবে শেষ হবে,
জীবনের মায়ার বাঁধন।
অবশেষে চিন্তায় চিন্তায়
মানুসিক অস্থিরতায় ।
জীবন থমকে দাঁড়ায়
এই অবেলায়।