এই পৃথিবীটা দিগবিজয়ী তে ভরা,
চারদিকে তাকিয়ে খালি হতাশা দেখি;
কেউ এটা করে,কেউ সেটা করে,
শুধু অামিই থাকি বদ্ধ রুমের ভেতরে,
গুণতে থাকি দিন,যেতে দেখি সময়,
নিঃশ্বাসগুলোও অাজ বিশ্বাসের ওপর ভারী হয়ে ওঠে।
কেউ সাফল্যের অানন্দে অাপ্লুত হয়,
কেউ দেয় গড়াগড়ি,
সবকিছুতেই ক্নান্ত অামি,
সবকিছুতেই কেটে পড়ি।
বিধাতাপুরুষ-দেখো অামায়,
নুয়ে পড়েছি ক্লান্তিতে,
লোকে জানবে পরাজিত অামি,
থাকুক না ওরা ভ্রান্তিতে।