ব্যস্ত শহরের ব্যস্ত কোনো প্রান্তে,
অন্ধকার রুমের বন্ধ জানালার পাশে,
অাঁতকে ওঠে ব্যথাকাতর প্রিয়াংশু;
ভয় কিংবা অাতঙ্কে নয়,
মোবাইলের অাচমকা কম্পনে;
ব্যথা ও অাতঙ্ক ধুয়ে যায় মুহূর্তেই,
হাসিটা খেলে যায় ঠোঁটে,
সেই কবে থেকে এই কম্পনের প্রতীক্ষায় সে;
তবে বারকয়েকের মতো এবারও,
মোবাইল কোম্পানিগুলো তার হাসিটা ছুঁড়ে ফেলে দেয়।