হাজার উজ্জ্বল নক্ষত্রের ভীরে,
গ্রহগুলো বড্ড বেমানান;
এই বুদ্ধিমান মানুষের ভীরে,
অামার সাজ-সজ্জা পুরোটাই ম্লান।
ফিরিয়ে নাও অামায় তুমি,
অাত্মশোচনায় অার কতদিন!
তোমাদের মাঝে অামার,
জায়গা হবে না কোনোদিন।
এই শহরে খুঁজি তোমায়,
মেকির ভীর যে বড্ড বেশি;
কবিতার লেখাগুলো মুছে যায়,
জলে ভেজা কাগজের গল্পগুলো হয়ে পড়ে বাসি।