বসন্ত অাসেনি অামার পঞ্জিকায়,
এখানে বারো মাস শুধু শীত রাজত্ব করে।
বসন্তের হলদে অাভা অামায় টানে না,
সাদা কুয়াশায় অামার চোখ যে ঝাপসা হয়ে অাছে।
বসন্তে কোকিলের গান অামায় মোহিত করে না,
অামার কানে শিশির পড়ার ছন্দ বাঁজে অবিরাম।
বসন্ত তো অামার দরকার নেই,
অামাকে রুক্ষতা দেওয়ার জন্য শীতের প্রয়োজন।