কথা ছিলো অামাদের কখনো সবুজ সন্ধ্যে অাসবে না;
ঝড়ে উড়ে যাক সব,
থেমে যাক কোলাহল,
তবুও অামরা অামাদের সম্পর্কে অাসতে দেবো না।।
এখানে দিন অাসবে-অানন্দ হবে-হুল্লোড় হবে,
দিনশেষে রাত অাসবে,
রাতের অাঁধারে অশ্রু ঝড়বে;
তবুও সবুজ সন্ধ্যে অাসবে না।।
এ সময়টা অামার ভয়ানক ভয়ঙ্কর লাগে,
অাজেবাজে অশুভ ভাবনারা যে এসময়ই জেগে উঠে;
ওরা ঘিরে ধরে অামাকে,
কখনো কখনো অামাদের;
বোধহয় বাঁচতে দেবে না বলেই।।
তাই বলে কি অামাদের মরে যেতেই হবে?
না,অামাদের মাঝেই অামরা বাঁচবো,
জগতের লৌকিকতায়,অামাদের অলৌকিকতায়;
কবিতার সবুজ সন্ধ্যায়।