'ময়ুরাক্ষী'র তীরে বসে শুনলাম,'হিমু'কে নাকি প্রিয় 'মেঘ বলেছে যাব যাব'।
মনে পড়ে,'তিথির নীল তোয়ালে' জড়িয়ে 'তুমি অামায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'।
'অাকাশ জোড়া মেঘ' বিরাজ করছে; 'তন্দ্রবিলাস' করবার বাসনা ছুটে গেছে তোমার নিশ্চয়?
তবে 'এই শুভ্র!এই' শোনো,'বাদল দিনের দ্বিতীয় কদম ফুল' ফোটার সাক্ষী হতে 'অাজ দুপুরে তোমার নিমন্ত্রণ'।
অথবা 'দারুচিনি দ্বীপ'-এ গিয়ে চলো 'বৃষ্টিবিলাস' করি।
কিংবা 'লিলুয়া বাতাস'-এ মত্ত হয়ে 'শঙ্খনীল কারাগার'-এ বসে চলো ফানুস উড়াই।
'হিমু' 'নিষাদ' 'রূপা'- ওদেরও ডেকো;ওরাও যে 'নন্দিত নরক'-এর বাসিন্দা।
কি বললে,'কোথাও কেউ নেই'! 'সবাই গেছে বনে'!
তবে 'অাজ অামি কোথাও যাব না'।
কিন্তু শুনলাম 'দুই দুয়ারী'তে 'দেবী' বসে অাছে?
তাই যদি হয়,তবে 'কৃষ্ণপক্ষ'-এর রাতে 'ইস্টিশন'-এ বসে অামাদের 'সাজঘর'-এ 'দেয়াল' তুলে দিও।