ফাল্গুনে অাবার দেখা হোক,
অাবার কোনো এক ফাল্গুনে।।
যে ফাল্গুনে চাঁদ ছোঁয়া যায়;
যে ফাল্গুনে কাঠগোলাপের ঘ্রাণ নেয়া যায়;
যে ফাল্গুনে স্ট্রিং রোডের অলিতে-গলিতে হাঁটা যায়;
সেই ফাল্গুনে।।
যে ফাল্গুনে তুমি মন খারাপের কারণ সন্ধান করো;
যে ফাল্গুনে তুমি টিএসসিতে সন্ধ্যা নামাও;
যে ফাল্গুনে তুমি দীর্ঘক্ষণ পর অদৃশ্য হও;
সেই ফাল্গুনে দেখা হোক।।
সেই ফাল্গুনেই দেখা হোক।।