আজ আমার বড্ড অসুখ
অথচ, আমি জানিনা।
আমার চোখ দু'টো ক্লান্ত হয়ে আসছে, পারি দেবে ঘুমের সাগর।
আমি এখন অন্ধকার আকাশের
শীতল বাতাসে মিশে যাচ্ছি,
জোনাকিরা এখানে ডাকে না,
পাখিরা কিচিরমিচির করেনা।
.
এখানে আমার ঘুম ভাঙ্গে,
ফেরিওয়ালা নয়তো রিক্সা গাড়ীর শব্দে।
জানিনা, আজ সব কিছু কেন
অন্যদিনের থেকে আলাদা।
আমার চোখে বিস্তর ঘুম, ক্লান্ত হয়ে আছে দেহ,
অথচ মনে ঘুম নেই,
মন স্বপ্ন দেখে চলেছে,
বিস্তর আকাশে তারাও গুনে কখনো কখনো।
অাকাশটা যেন আজ বড্ড খোলা মেলা,
তলিয়ে যাচ্ছি আমি।
.  
চশমার গ্লাসটা মনে হয় ঘোলাটে হয়ে গেছে
কেমন যেন সব কিছু আবছায়া আবছায়া।
আজকাল দোকানিরা কেমন করে বানায়
চশমা গুলো সহজেই ঘোলাটে হয়ে যায়,
খুব তৃষ্ণা পেয়েছে,  এক পেয়ালা চা পেতাম,
খুব আরাম করে খাওয়া যেত,
খোলা আকাশের নিচে,  অন্ধকার গভীর রাতে
একা একা চা খাওয়ার মাঝে,  
হয়তো অসাধারণ কোন আর্ট আছে।
জানিনা,।
.
আমার ক্লান্ত চোখ দু'টো তলিয়ে যাচ্ছে,
কত্ত বড় আকাশ,  অথচ কোন পাখি নেই,
চারদিকে শুন্য,
এখন কি কেউ আকাশ দেখছে?
  ফুটপাতে দাড়িয়ে।  
ওহে ভালো কথা,
সেদিন শনিবার ছিল,
কোন কাজের ব্যাস্ততায় রাত হয়েছিলে,
একটা মেয়েকে দেখেছিলাম,
তমালুদ্দিনের টংয়ের
পাশে বসে কাদঁতে ছিলো,
হয়তো কেউ মরে গেছে।
.
আমার চোখ দু'টো তলিয়ে যাচ্ছে,
বড্ড ইচ্ছে করছে হাটতে,
সাগরের পারে নোনা জ্বলে,
আমার খুব ইচ্ছে করে কবিতা হতে,
কবির কলমে ,  খুব ইচ্ছে করে
খুনশুটি করতে নিজের সাথে,
আমারই সমুদ্রে।
.
চোখ দু'টো তলিয়ে গেল বলে,
অথচ চা নেই,  নেই খোলা ছাদ,
বিস্তর আকাশে পাখিরা ডাকছে,
সমুদ্রেরা গেল হারিয়ে
  শুয়ে আছি ক্লান্ত দেহে
তমালুদ্দিনের টংয়ের সামনে।