জীবন ক্ষনিকের মায়ায় অাটকে যায়
অাবেগের তাড়নায়।
বাস্তবতা সেখানে অর্থহীন, জীবন সেখানে তর্ক হীন।
অাবেগ হলো মোমবাতির মতো,
অনেক জ্বলে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়।
বাস্তবতার শাবলে যখন অাঘাত পরে
জীর্ণ শীর্ণ জীবন,  তখন অাঁকড়ে ধরে
বেঁচে থাকার তাগিদে।

কল্পনায় সাজানো স্বপ্ন গুলো তখন
বিসর্জন দিতে হয় বয়ে চলা নদী,  
নতুবা অাকাশে ধোয়ার সাথে।
অপর পাশের কেউ হয়তো অভিশাপ দেয়,  
নয়তো ঘৃণা ভরে স্বরণ করে ,
লজ্বা অার অভিমানে।
তবুও তখন অামি লড়ে চলি নিজের সাথে,
বেঁচে থাকার অাবেদনে।

কত স্বপ্ন বুনেছিলাম একসাথে
কত তারা গুনে ছিলাম এক রাতে,
কত দূর হেটে ছিলাম এক প্রভাতে
কত শামুক কূড়িয়ে ছিলাম
সমুদ্রের নোনা জ্বলে
কল্পনার সাগরে।

কত রাত, কত কাব্য লিখেছি
জোছনার তারা ভরা  শুভ্রতাতে।
কত কি অাকুলি-বিকুলি
রয়ে গেলো অগোচরে।
তোমার সাথে দেখা স্বপ্ন গুলো তখন ভাসে স্মৃতিতে
অার অামি হেটে চলি দূরে,  বহু দূরে।
সময়ের প্রয়োজনে।

তুমিও  হেটে যাবে অন্য কারোর হাতে হাত ধরে
অন্য কোন স্বপ্ন নিযে
একরাশ ঘৃণা ভরে।