তোমার অাঁচলে ঢাকা মুখটা সখি
একটু মেলে ধরো,
লজ্বা মাখা চোখে অামার মুখের পানে
একটু অাঁখি মেলো।
তোমার ঐ অবাধ্য কেশ
কেমন যেন নেশা ছড়ায়
তোমার ঐ চাহনি সখি
অামার দৃষ্টি হারায়,
অামায় তুমি শান্ত করো।
অামি ভাবতে পারিনা তখন
অামি বাকরুদ্ধ হয় তখন
অামার ঘোড় বেড়ে যায় তখন
অাঁখি মেলে যখন সখি অামার পানে অাসো।