অামি অামাতে ভোর হয়ে থাকি
একরাশ নিরবতায়।
অনেক সাধনা কল্পনায় দেখে ছিলাম তোমায়
ঐতিহ্যে ঘেরা ভবনে
অনেক সাধনায় ছুঁয়ে ছিলাম তোমায়
অাকাঙ্খার সাধনে।
সেদিনই অামি নিঃশেষ হয়ে গেছি
হৃদয় বলেছিলো,
এইতো পেয়েছি তোমায় এইতো পেয়েছি।
তুমি সাধনার সুখ।
অামি কখনো ভাবি কি ছিলো সেদিন
কী ছিলো তার সুধা।
অাজো অামার কর্ণ কুহরে
বেজে ওঠে তোমার গান
ওষ্টাধরের ছোয়া।
অামার নগন্য চোখে তোমার বদ্ধভূমি
সাজিয়ে ছিলাম কিছু নিরবতায়
অামার নগন্য হাতে ছুয়েছিলাম তোমায়।
অাজো গন্ধ বাতাসে ভাসে
অাজো কেউ গান গেয়ে যায়,
অাজো অামার জন্য কাঁজলে সাঁজে কেউ
অামার জন্য হাসে কেউ
অামার জন্য স্বপ্নে ভাসে কেউ
শুধু অামি হায়, তোমায় খুজে বেড়াই
জীবনের প্রয়োজনে।
কত সাধনায় ছুঁয়ে ছিলাম তোমায়
নাক বুক চিবুক
স্মৃতি হয়ে অাজো৷ বেঁচে অাছো হৃদয়ে
এইতো সাধনার সুখ।