বালিকা,
মনে হয়, তোমায় ভালবেসেছি কত যুগ ধরে।
তোমার হাতে হাত রেখে হাটব বলে
তোমার মিষ্টি সূরে, গান শুনব বলে;
আমি নিঃশব্দে অপেক্ষায়।
আমি ঘুরেছি তোমায় নিয়ে
হিমালয় থেকে সুন্দরবন
বিস্তৃর্ণ প্রান্তরে।
যেখানে ভালবাসার আবর্তন ঘটে,
যেখানে বৃষ্টির তালে ময়ূর খেলা করে;
সেখানে গিয়ে ছিলাম আমি
কুড়িয়ে ছিলাম শাপলা ফুল,
তোমার খোপায় বাধঁব বলে,
কিনেছি নূপুর, তোমায় পড়াব বলে।
আমি আরো কত শত স্বপ্ন দেখি।
যেখানে বৃষ্টিরা খেলা করে।
আমি ঘুরেছি সে পথ
তোমায় নিয়ে,
অথচ তুমি আজও ঘুমিয়ে।
ঘোরের স্বপ্ন ভেঙ্গে, পৃথিবীর পথে
পা বাড়িয়ে,
তুমি কত দূরে।