একদিন শুকনো কাঠ হয়ে যাবে সব
ভালবাসা প্রেম, বিস্তৃর্ণ ধারনা।
একদিন হারিয়ে যাবে
তোমার অামার প্রণয়ের কামনা
গোধূলিতে হাতে হাত রাখা
জোছনায় চাঁদ দেখা
রঙ্গীন কাথার মতো স্বপ্ন বোনা সব সপনেরা
একদিন ডানা মেলে উড়ে যাবে;
তুমি অামি, সবই কল্পনা
এ ত ভালোবাসা নয় ক্ষনিকের তৃষ্ণা,
সবই ছলনা।
শ্রাবনের ধারার মতো অাজ চোখে জ্বল
নিয়তির খেলায় মেতে অাছি,
ঘুমন্ত বেড়ালের মতো জেগে অাছি,
কল্পনা সুদূর
একদিন অামিও হবো,
ব্যাস্ততা, ব্যাস্ততম নগরে হাজারো ভীরে
একদিন হাড়িয়ে যাব।
রয়ে যাবে স্মৃতি,
কিছু বোনা স্বপ্ন
ক্ষনিকের মায়া
স্বপ্ন বিলাসী কত কাব্য
কত সুর গানে
কত কলি অাসে মনে
সে অবৈধ প্রনয়ে ;
এ ত ভালোবাসা নয় সখি,
জীবনের ক্ষনিক মোহ
সময়ের কামনা।
একদিন তুমি বলেছিলে
প্রফুল্ল চিত্তে, অামার জন্য তোমার সব
অামার জন্যই লেনাদেনা,
ছারতে পারো এ পৃথিবী!
নিঃস্বার্থে সেই কামনা।
ভালবাসায় অপরূপ তুমি
অামিও ধরেছিলাম হাত
অাসুক বাঁধা যত ঝড়
আজরাইল, দৈত্য-দানব
কিছুই মানিনা।
সময়ের তরে, সময়ের পরে
তুমি অাজ অন্য ঘরে
অামিও অন্য ধারে
ভালোবাসা রয়ে গেলো পরে
পার্কে পার্কে স্মৃতির ঘরে।
ভুলে গেছি সব
অাজ তুমি-অামায়, অামি-তোমায় খুজিনা।
এ কি ভালোবাসা সখি?
এ ত মিথ্যা ছলনা।