আমার চোখের ক্লান্ত দৃষ্টি
আমাকে বিষণ্ণতায় ঝাপটে দিয়েছে।
আমার স্বপ্ন গুলো আমাকে  আকড়ে ধরে আছে।
আমারো বাঁচতে ইচ্ছে করে বড়
রোদ্দুর ডানা মেলে উড়ে বেরাতে;
সমস্ত ব্যর্থতা,  চেতনায় গুছিয়ে দিতে।

আবার,
আমার কেন যেনো মাঝে মাঝে  মরে যেতে ইচ্ছে করে,
যখন স্বপ্নরা ক্লান্তি হয়ে ভর করে
আমার মনের পরে।
নির্ঘুম কত রাত কাটে,  কত প্রহর আসে
বালিকার সুরভিত হাসি
আমার চেতনার উদ্ভব করেনা ।
আমার স্বপ্নরা যখন দৃষ্টি জুরে খেলা করে।

আমি হেরে গেছি অনেক আগেই,
আজও স্বপ্নরা আমায় ক্লান্ত করে।
কিছু কবিতা কখনো আসে মনে
বড্ড অভিমানে
কিছু গান  কখনো কানে,  কান্না জলে।
এত নিরবে কান্না করা যায়?
চোখেরও অগোচরে?
আমি ভাবতেও পারিনি!

কিছু হাহাকার হৃদয়ে চিরদিনই
কিছু বেদনা লোকানো  মনে
দৃষ্টির অগোচরে,
কিছু সুখ অনুভূতি ছড়িয়ে যায় সকলের তরে,
কান্না গুলো একান্তই আমার,
হৃদয় আমার ঢুকরে ঢুকরে মরে,
আমারো অগোচরে।
এ অামার  অার্তনাদ নই
এ অামার স্বপ্ন বিলাসী কথা
এ অামার জীবন
অামার নিগূঢ় বাস্তবতা।