অামি এক চৈত্রের কাক
ঘুরে ফিরি ধারে ধারে,
তৃষ্ণার জল খুজে।
চারদিকে দূর, দূর অন্ধকার
জল নেই কোথাও, অামার হাহাকার;
দিগন্তের পরে।
একদিক সেদিক চারদিক
ফেরারি হয়ে ঘুরি
অনন্তাকালের তৃষ্ণার পরে
জল অাছে কোথাও কোথাও
বরাদ্ধ নেই সকলের তরে।
অামি এক চৈত্রের কাক
তৃষ্ণার্ত অামি
খুজে ফিরি জীবনের তরে
জীবনের খুজে
জীবন তবুও খুজে
মনের অন্তরালে।
(সংক্ষেপিত)