নিমিলীত চোখ গুলো অঝড়ে  কান্না করে
চোখেরও অগোচরে,
বালিকার প্রাণবন্ত হাসিও বিতৃষ্ণা লাগে
জীবনের যাতাকলে,
পিষে দিয়ে সব সুখ
জীবনেরও অগোচরে।
অামার প্রাণবন্ত জীবন হারিয়ে গেছে
শুরুরই অাগে,
জীবন থমকে গেছে
বেঁচে অাছে শুধুই দেহ পিঞ্জর,
বেঁচে থাকতে হয় বলে।

একদিন সেদিন বালিকা তুমি বলে ছিলে,
তোমার কোন কিছুতেই অাপত্তি নেই,
ভালোবাসতে হবেনা অামায়
অামিই ভালোবাসবো তোমায়
তুমি শুধু একটু জায়গা দাও
অামি হয়ে যাব তোমার মতোন
তোমার জন্য,  গড়ে নেব তোমার মতো করে।

বালিকা,
অামি অাজও চেয়ে অাছি
যেমন ছিলাম খোলা অাকাশে পানে চেয়ে
বৃষ্টি দেখবো বলে, তোমার অাগমনেরও অাগে।।

তুমি এলে ছুয়ে দিলে,
অারো কাছে এলে ঠুটের অনেক কাছে
যেখান থেকে ঘাড় নিঃশ্বাস অনুভব হয়,
স্পর্শে জড়ালে,
দেখলে
অাজব ত,  এ ত ভবিষৎ অন্ধকার
অাবার চলে গেলে ভবিষতের খোজে
অন্য কোন পৃথিবী,  অন্য কোন নগরে।

অামি অাজও বসে অাছি নির্নিমেষ
বৃষ্টি অাসবে বলে
ভিজবো অামি
কাক ভেজা হয়ে
জীবনের সমস্ত স্বাধ মিটিয়ে
কেননা নির্নিমেষ
অামার যে ভবিষৎ অন্ধকার।
দেখেছিলাম বালিকার দৃষ্টিতে।