তোমার তথাকথিত উপন্যাসটি পড়লাম,
যতোসব উদ্ভট আর কল্পকাহিনীতে ভরপুর উপন্যাসটি।
মিথ্যা আর জড়সভ্যতাই প্রাধান্য পেয়েছে উপন্যাসে।
উপন্যাসের নায়ক ধূর্ত, শঠ এবং লম্পট
অথচ তাকে বলতে চেয়েছো সে একজন ভালো মনের মানুষ।
পোষাকী সভ্যতার অন্তরালে অশ্লীলতা আর বেহায়াপনা
ছড়িয়ে দিতে চায় তোমার উপন্যাসের নায়িকা;
তার ক্ষোভ সেই শ্বাশত ও চিরন্তন বিধানের প্রতি,
সে যুগযুগ ধরে চলে আসা পারিবারিক মধুর বন্ধন
এবং সমাজ বাস্তবতা মানতে নারাজ।
তুমি যাকে খলনায়ক হিসেব চিত্রিত করেছো
আসলে সে-ই হলো প্রকৃতপক্ষে ভালো মানুষ
আমার দৃষ্টিতে সে অত্যন্ত নিরীহ-ভদ্র শান্ত,
শুধু তার কথায় কিছু প্রতিবাদ আছে-আছে কিছু আপিত্তি
সে গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে চায়না।
আর তাই অই নিরীহ লোকটা
তোমার তথাকথিত প্রেমিক-প্রেমিকার শত্রু
এবং তোমারও।
মোটামোটি এই হলো তোমার বস্তাপঁচা উপন্যাসের সারসংক্ষেপ।
যার পেছনে তুমি প্রচুর সময় ব্যয় করেছিলে।