পড়ন্ত বিকেলে ধূসর রোদ্দুর
উঁকি দেয় হৃদয়-জানালার
স্ফটিক কাঁচে ।
বিহঙ্গমন উড়ে যায় বিবর্ণ
আকাশের অন্তিম সীমানায়।
দিকভ্রান্ত নাবিক হ্যাজাকের আলো দেখে
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে
যেনো পলায়নপর কোন সরীসৃপ ।
নীলসাগরের অযুত ফেনা
জমা হয় পিঁপুলগাছের নিচে;
সাপ আর নেউলের ধস্তাধস্তিতে
কেঁপে উঠে ঘন সবুজবন
তুমুল করতালিতে স্বাগত জানায়
স্বার্থপর দূরন্ত সাপুড়ে,
প্রচ্ছন্ন উল্লাসে শিরোনাম লিখে
রাতজাগা আদমসুরাত ।