রেগে বলেন আম্বর আলী মামায়
জবাবটা কেউ দিচ্ছেনা তো আমায়।
কী হলো যে আহা সুন্দরবনে
ভাবতে গেলে ব্যথা লাগে মনে !
পাখিগুলো যাচ্ছে দূরে উড়ে
গাছগাছালি গেলো জ্বলে-পুড়ে।
হরিণ-বানর আহাজারী করে
মৌমাছিরা কেঁদেকেঁদে মরে!
হঠাৎ করে কোন্ যে দানব এসে
তেলের বোতল ঢালে হেসেহেসে!
বনটা পুড়ে কার কী লাভ এতে
ষড়যন্ত্রে উঠলো কারা মেতে ?
দেশটা নিয়ে যারা খেলা খেলে
সুন্দরবন ভাসায় তারাই তেলে ?
এসব কথার জবাব দিতে হবে
আম্বর আলী শান্ত হবে তবে।