চিতাবাঘ লেজ নাড়ে যায় দিন অলসে
কালোসাপ বিষ ঢালে বেদনার কলসে ।
কেয়াবন পুড়ে গেছে সে বিষের দহনে
তোতাপাখি আওড়ায় অগোছালো বচনে ।
সাপুড়িয়া সাপ নিয়ে খেলা করে মাঠেতে
রাহাবর মজে আছে শুধু পুঁথিপাঠেতে ।
ঝাউগাছ কেঁপে ওঠে বিষাক্ত পবনে
শুকতারা উঁকি মারে রক্তিম গগনে ।
বাজপাখি খামচায় বেদনার বহরে
ঘুনপোকা সুখ কাটে ধূসরিত প্রহরে ।
ইবলীশ জেগে আছে হিংসার পুরীতে
মাঝরাতে শান দেয় মিছরির ছুরিতে ।