চলার পথের আশেপাশে
ফুল ফুটেছে গোলাপ গাছে
গাঁদা হাসে
ফড়িং নাচে
শিশিরবিন্দু জ্বলছে ঘাসে।



মৃদুমন্দ পূবালী হাওয়ায়
রাখাল ছেলে মেষচরাতে যায়।
অনেক দূরে
উদাস সুরে
তালেতালে ডাহুক পাখি গায় ।



কেয়াবনে বইছে ভীষণ ঝড়
বকেরছানা কাঁপছে থত্থর–
ভাঙলো বাসা
জাগলো আশা
নিত্যনতুন ভয়াল ঝড়ের পর ।