আমার বুকের বিস্তীর্ণ ভূমিতে
ছায়া পেলে দূরন্ত বাজপাখি
মধ্যরাতে ষড়যন্ত্রের জালবুলে
চতুর-লোভী মাকড়সা;
চারদিক থেকে হামাগুঁড়ি দিয়ে আসে
ভোজনবিলাসী ইঁদুর ।
ভয়ংকর আজদাহার বিষাক্ত নিঃশ্বাসে
থরথর কেঁপে উঠে আকাশ
রাতের নিরবতা খানখান হয়
বুনোহাতির চিৎকারে।
প্রাসাদ ষড়যন্ত্রে মেতে উঠে
চিরশত্রু আজাজীল
আঁতাতের হাত প্রসারিত করে
ঘাতক কাবিল ।