নিজের সাথে খেলছো খেলা
সর্বনাশা পতনের
সাগর তীরে দাঁড়িয়ে থেকে
করছো আশা রতনের ।
অজানা এই ভবেরহাটে
নিজপণ্য নিজেই ক্রেতা
বাঘের খাঁচায় বন্দি থেকে
ভাবছো ভীষণ স্বাধীনচেতা !
চারিপাশে আছে তোমার
হীরা মাণিক গুপ্তধন
পরের সম্পদ পেতে তুমি
করছো ফিকির সারাক্ষণ।
হাতের কাছে অথই পানি
হৃদয় তোমার ভরেনা
চাতক পাখি কেঁদে মরে
বৃষ্টি তবু ঝরেনা ।