বেড়েছে বয়স বাড়েনি বুদ্ধি তাইতো আমি অর্বাচীন,
কত বসন্ত পেরিয়ে এসেছি এখনো রয়েছি লক্ষ্যহীন!
বছর ঘুরে আজকে আবার এসেছে মোর জন্মদিন
যায় না বলা আজকে আবার হতে পারে মৃত্যুদিন!
যাচ্ছে জীবন ফুরিয়ে দ্রুত, এখনো রয়েছি কর্মহীন
ভবিষ্যতের নাই ভাবনা, কাটছে সময় চিন্তাবিহীন!
হয়নি দেখা দুচোখ মেলে বিচিত্র এই মানব-জমিন
চোখ থেকেও অন্ধ আমি, রয়েছি দৃষ্টিহীন!
নাই তাড়না পূণ্যকর্মে করতে জীবন রঙ্গিন
পূণ্যবিহীন ব্যর্থ জীবনের অবস্থা সঙ্গিন।