জীবনে কভু কারো ওপর খুব বেশি নির্ভর করবে না
যদি সে কভু চলে যায় দূরে, সেই ব্যথা সইতে পারবে না।
অন্ধকারে আপন ছায়াও চলে যায় ছেড়ে আপনারে
তুমিও আঁধারে তারে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে মরে।
দুদিনের এ দুনিয়া,
ক্ষণিকের মায়া-
কাকে নিয়ে দেখবে স্বপন?
কে যাবে কবে ছেড়ে
চলে যাবে বহুদূরে
জানে না তো কেউ ভাগ্য-লিখন।
চিরদিনের আপনজন হয় না এখানে কেউ
ভাসিয়ে নিয়ে যায় দূর বহুদূরে সময়ের ঢেউ।
কার আশায় বসে থাকা
মিথ্যে স্বপ্ন দেখা
যত আশা-ভরসা, বুকভরা ভালোবাসা
সবই যে তোমায় শুধু দেবে নিরাশা।
চলো ভুলে যত ভুল, আজ হই মশগুল
একে অপরের জন্য বাঁচি
সবে মিলে আজকে করব শোরগোল
সব মানুষের পাশে আমরা আছি।