চার্লস রবার্ট ডারউইন-
বিবর্তনবাদ তত্ত্ব দিয়ে জগৎ করেছে উইন!
আজব এক তথ্য মোদের দিয়াছেন এই গুণধর,
সৃষ্টির সেরা মানুষ নাকি বানরের বংশধর!
সময়ের সাথে সব প্রাণিরই নাকি হয় বিবর্তন,
চেহারা-সুরতে আকারে-প্রকারে ঘটে পরিবর্তন!
বানর হতে যদিবা কখনো মানুষের রূপ হয়,
তবে কেন মানুষ হতে বানরের রূপ নয়!
বানরের রূপ বদলে যদি মানুষ হতে পারে,
মানুষ থেকে বানর হয়েছে দেখাও না আমারে!
আদি মানব আর মানবী সবাই নাকি ফাও,
সকল মানুষ আসলে তো বানরেরই ছাও!
হায় রে, কোথায় হারিয়ে গেল বাঁদরের ওই লেজ,
বাঁদর-নাচন নেচে দেখাতো কার আছে কত তেজ!
সব বানরই এখনো দেখি বাস করে বন-জঙ্গলে,
গাছে-গাছে চড়ে ফলমূল খায় একসাথে দঙ্গলে।
কেন তবে কেন ভুলে যাব মোরা পুরাতন আবাস?
ঘরবাড়ি-দালানকোঠা কেন হবে মোদের নিবাস!
গাছে-গাছে চড়া বাদ দিয়ে কেন থাকব বাড়িঘরে,
আহার কেন যোগাব মোরা চাষাবাদ করে!
মানুষের সাথে বানরের তুলনা-
মানুষেরই অপমান
হায় রে, বোকারা সেটা বুঝে না;
তারেই করে সম্মান!
বানর চিরকাল বানরই থাকে, এতে নেই সংশয় ;
মানুষ হয়েও কিছু মানুষ বানরের মতো হয়!
বুঝতে আমি পারি না রে কী মহা-ভুল করে,
একটা বানর জন্মেছিল মানুষেরই ঘরে!
১৯.০২.২০১৭