অনেক কিছুই বোঝার বন্ধু রয়ে গেছে বাকি
অনেক কাজেই কুঁড়েমি করে দিয়েছি কত ফাঁকি
অনেক কিছুই হয়নি করা সময়ের অভাবে
সময় থাকতে ভাবতে পারিনি সময় যে ফুরাবে!
অনেক সময় করেছি ফেইল ধৈর্যের পরীক্ষাতে
ভেবেছি বৃথা কষ্ট করে কি লাভ হবে তাতে
অনেক ঝুঁকিই করিনি বরণ ক্ষতির চিন্তা করে
দিনশেষে তাই ফিরতে হয়েছে শূন্য হাতে ঘরে!
আলস্য আর অবহেলায় জীবন গেল রসাতলে
শুধুই ভাবছি দেখিয়ে দিতাম ভাগ্য সহায় হলে!
কত কাজ যে রেখেছি বাকি কালকের কথা বলে
ভুলে যাই নিজ শপথের কথা সেই দিনটা এলে
কাজ ফেলে পরেছি ঘুমিয়ে কালকে করব ভেবে
অথচ জানি না কালকের দিন সত্যিই কি আসবে!
অযথা সময় করি নষ্ট বাজে চিন্তা করে
কভু করা হয় না কাজ সফলতার তরে
কষ্টের পরে সুখ আসে, মুখে কেবলি তা মেনেছি
কাজে করতে পারিনি প্রমাণ, পরম জ্ঞান ও বাসি!
হেলায় খেলায় কাটাই জীবন
ঘুমিয়ে সদা দেখি স্বপন
জাগার কোনো ইচ্ছেই নেই
কর্ম সে তো দূর-বচন!
(কবিতাটির শিরোনাম নিয়ে কারও আপত্তি থাকলেও থাকতে পারে, শিরোনাম নিয়ে অনেক চিন্তাভাবনার পর এটাই থাকবে বলে স্থির করলাম। কারণ কবিতাটি আমার জীবন নিয়েই লেখা, তবে অনেকের সাথেই মিলে যেতে পারে যেহেতু কিছু অভ্যাস প্রায় সব মানুষের ক্ষেত্রেই একই রকম।)