এসেছি একাকী যাব একাকী
চলার পথে নেই কেউ সাথী
বিপুলা এ পৃথিবী
তারি মাঝে আমি এক ক্ষুদ্র ছবি।।
এই স্বপ্ন দেখা এই পথচলা সব মনে হয় মিছা
এই পথের ধুলোয় আজ বাস্তবতা কেন যেন হারায় দিশা!
এই নিঃস্ব জীবনে দেখে কত যে স্বপন তবু পায় না কোনো উদ্দেশ
আশার পালগুলো ঝড়ো হাওয়ায় হয়ে গেছে নিরুদ্দেশ
অন্তহীন এই পথচলার হবে কি কোনোদিন শেষ?
শত বেদনার আঘাতে অসহায় মন হয়ে যাচ্ছে নিঃশেষ!
এই শহরে দেখি প্রতিদিন কত রকম মানুষ
করে অবিরাম ছুটোছুটি নেই তো কারো কোনো হুঁশ!
আকুল হৃদয় চায় পেতে চায় একটুখানি সুখ
ব্যাকুল হয়ে যায় খুঁজে যায় প্রিয় মানুষের মুখ।
চেনা মানুষের ভীড়ে অচেনা আমি
তোমার শহরে নিঃসঙ্গ আমি।।
কেটে যায় যায় দিন বিষণ্ণতায়
বুকভরা ভীষণ হতাশায়।
এই ব্যস্ত শহরের আলো-ছায়ায়
শূন্য হৃদয় যায় করে হাহাকার
তবুও অবুঝ মন কার ইশারায়
প্রহর গুনে যায় ঘরে ফেরার।