তুমি তো হৃদয়ের গভীরে, কখনো শ্রাবণে- দু'চোখে
নির্ঘুম রাতেরি আঁধারে কষ্টের সীমাহীন মরুতে মিশে রয়েছ।
আছো অন্তহীন এ পথে, বিষাদী সুরে,
আছো আবেগি এ মায়ায় আমাকে ঘিরে,
কেন স্মৃতিরা মুখোমুখি থাকে দাঁড়িয়ে
আমি অবিরত খুঁজে পাই স্বপ্নেরি নীলে।
কেন মন ভেঙে যায়, দুঃখ ছুঁয়ে যায়,
কষ্ট রয়ে যায় হৃদয় সীমানায়,
কেন দূর অজানায় শুধু অবহেলায়,
তোমাতেই তোমাকে খুঁজি?
হারিয়ে যাই.....
আমি পারিনা ভুলে যেতে সেই শিশির ভেজা প্রেম,
যত প্রণয়েরই ছোঁয়া জেগে উঠে নিরবে,
কেন এভাবেই বেঁচে থাকা? কেন নিঃসঙ্গ জীবন?
কেন স্বপ্ন ভাঙা পথে পরে থাকি সারাক্ষণ।