নিঃসঙ্গ পথচলায়, তুমি আর তোমার ছায়া,
মায়াজালে, শূন্যতায়, প্রতিশ্রুতিতে তুমি,
হুম! তুমি, তুমি নিতান্তই... সেই মায়া ।
অস্পৃশ্য ছোঁয়ায়,সিক্ত হৃদয়ে
মায়াবি আঘাতে, কল্পনায়...
ঝরে পরা স্বপ্নগুলোতে, ঘুমহীন রজনীতে,
হুম! তুমি, তুমি নিতান্তই... সেই চাওয়া ।
সময়ের বিড়ম্বনায়,বিবর্তনের মাঝে,
আমার অভিমানী কিছু অনুভুতিতে
অসম্পূর্ণ আমি ও আমার পাওয়া ।
হুম! তুমি, তুমি নিতান্তই... সেই মায়া ।
একাকীত্বে, ইচ্ছেঘুড়ির নিঃসঙ্গতায়,
দুঃখের প্রহরে... সুখের ছোয়ায়,
বিষন্ন হৃদয়ের স্পর্শে,
সময়ের চাহিদায়, কল্পবাস্তবতায়,
হুম তুমি, সেই তুমি......
কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে,
এ জীবনে কেনইবা এতোটা বিড়ম্বনা ? ?