তোমাকে দেখি না- কত দিন হলো ?
আবার কি তোমায় দেখতে পাবো ?
ভোরের আলতো আলো,
ছুঁয়ে যাবার আগে তোমার স্পর্শকি কখনো পাবো ?
আমিও সাঁতরে পার হবো ভুমধ্য সাগর,
পাড়ি দেবো মরু প্রান্তর,
তবু
তোমায় কি একটিবার দেখতে পাবো ?
কাঁটাতার ডিঙাবো সহজেই
প্রাচীর টপকে উঁকি দেবো,
পাতালপুরীতে কি তোমায় খুঁজে পাবো ?
শঙ্কিত শহরে আজও....তোমায় খুঁজি ফিরি...।
এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
সেই কবে, শেষ বার দেখেছি,
আমি কি কখনো তোমার দেখা পাবো ?